তামিমকে রমিজ রাজার এ কেমন প্রশ্ন?
বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন আট বছরের বেশি সময় ধরে। ইংরেজিটা যে তিনি ভালোই বলেন, সে ব্যাপারে ভালো ধারণা থাকার কথা পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার। তা সত্ত্বেও পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলে তিনি এমন একটা কাণ্ড ঘটালেন, যা চোখ কপালে তুলে দিয়েছে অনেকেরই।
ঘটনাটি ঘটেছে শনিবার পিএসএলে তামিমের দল পেশোয়ার জালমি ও লাহোর ক্যালান্ডার্সের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পর। ৪৭ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে তামিম গিয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার নিতে। পুরস্কার বিতরণের মঞ্চে রমিজ শুরুতেই তামিমকে বলেন, ‘তামিম, আমি তোমার ভাষায় কথা বলতে পারি না। কী করব? ইংরেজিতেই বলব নাকি...?’ যেন বলতে চাইছিলেন যে, উর্দুতে বাক্যালাপ চালাবেন কি না! মৃদু হেসে তামিম জানান, ইংরেজিতেই বলবেন। এর পর দুজনের কথোপকথন চলে ইংরেজিতেই।
বাংলাদেশের ওপেনার খুব দারুণভাবেই দিয়েছেন রমিজ রাজার সব প্রশ্নের জবাব। সাক্ষাৎকারের শেষে আরো একবার তামিমকে একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন রমিজ। জানতে চান, তামিম পশতু ভাষা শিখছেন কি না। তামিমও হেসে জানিয়ে দেন—না, তিনি সেটা এখনো শিখছেন না।
একদিন আগে ভয়াবহ একটি বিব্রতকর ভুল করে ক্রিকেটপ্রেমীদের বিরক্তি উৎপাদন করেছিলেন রমিজ রাজা। বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে ৫১ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ ডেকেছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সকে। সিমন্সের হাতে ম্যাচসেরার পুরস্কারও তুলে দেওয়া হয়েছিল। তার পরেই ‘দুঃখিত দুঃখিত’ বলতে বলতে সাকিবের নাম ডাকেন রমিজ।