পাকিস্তান দলে নেই গুল-শেহজাদ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সফলতম বোলার উমর গুল। অথচ আগামী মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি পাকিস্তানের এই অভিজ্ঞ পেসারের। বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার আহমেদ শেহজাদও। সাবেক চ্যাম্পিয়নরা বরং আস্থা রেখেছে কয়েকজন নতুন মুখের ওপরে। বুধবার ঘোষিত ১৫ সদস্যের দলটি অংশ নেবে ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও।
ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি পেসার রুম্মান রাইস ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। শেহজাদের জায়গায় দলে এসেছেন খুররাম মনজুর। ১৬টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেললেও খুররামের এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি। দুই ব্যাটসম্যান বাবর আজম আর ইফতিখার আহমেদও এখনো আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেননি। যদিও ওয়ানডে খেলেছেন দুজনেই।
এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো দুটো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দল নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ সন্তুষ্ট, “এশিয়া কাপ আর বিশ্বকাপের কন্ডিশনের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে কয়েকজন খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে টি-টোয়েন্টি দল নির্বাচন করা হয়েছে। দলটাকে বলা যেতে পারে অভিজ্ঞতা আর তারুণ্যের চমৎকার মিশ্রণ। নির্বাচকদের বিশ্বাস, দুটো টুর্নামেন্টেই এই দল ভালো করতে পারবে।”
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের বিশ্বকাপে অংশ নেবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, আফ্রিদির দলের ভারত সফর নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপরে।
পাকিস্তান দল : শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, বাবর আজম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনওয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, খুররাম মনজুর ও রুম্মান রাইস।

স্পোর্টস ডেস্ক