বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ
গত জানুয়ারিতেই টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের দিন কোহলিদের জন্য এলো দুঃসংবাদ। শীর্ষস্থান হারিয়েছেন তাঁরা। ভারতকে টপকে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া।
আইসিসির ঘোষিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী টেস্ট ১১২ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া সবার ওপরে। ১১২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত। এক রেটিং কম নিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয়।
চলতি ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে মূলত টেস্টে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস ও ৫২ রানে জিতেছিল। আর দ্বিতীয় টেস্টে অসিরা সাত উইকেটে হারায় কিউইদের।
২০১১ সালের পর গত জানুয়ারিতে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল ভারত। কিন্তু এ অবস্থান বেশিদিন ধরে রাখতে পারলেন না কোহলিরা।
নতুন এই র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান চতুর্থ, ইংল্যান্ড পঞ্চম, নিউজিল্যান্ড ষষ্ঠ, শ্রীলঙ্কা সপ্তম এবং অষ্টম স্থানে ও ওয়েস্ট ইন্ডিজ।
৪৭ রেটিং নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। বাংলাদেশের পরে মাত্র একটি দল জিম্বাবুয়ে। তাদের রেটিং মাত্র ৫।