সত্যিকারের জার্সি পেল প্লাস্টিক ব্যাগের মেসি
বিশ্বজুড়ে অজস্র ভক্ত লিওনেল মেসির। কিন্তু আফগানিস্তানের ছোট্ট একটা শিশু পেয়ে গেছে ‘মেসির সবচেয়ে বড় ভক্ত’-র খেতাব। সত্যিকারের জার্সি কিনতে না পেরে প্লাস্টিকের ব্যাগ দিয়েই প্রিয় ফুটবলারের জার্সি বানিয়েছিল পাঁচ বছরের মুর্তাজা আহমাদি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। মেসি নিজেও খোঁজ করেছিলেন তাঁর এই খুদে ভক্তর। শুধু খোঁজখবরই না, মুর্তাজাকে নিজের স্বাক্ষর সংবলিত একটি জার্সিও পাঠিয়েছেন মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুর্তাজার প্রথম যে ছবিটি প্রকাশিত হয়েছিল, সেখানে তার মুখ দেখা যায়নি। মেসির এই খুদে ভক্তর খোঁজ শুরু হয়েছিল তখন থেকেই। এমনকি মেসিও জানতে চেয়েছিলেন কে এই প্লাস্টিক ব্যাগের মেসি? প্রথমে একবার গুঞ্জন উঠেছিল যে ছবিটি তোলা হয়েছে ইরাক থেকে। কিন্তু পরবর্তী সময়ে নিশ্চিত হওয়া যায় যে, আফগানিস্তানের গজনি প্রদেশের জাগোরি জেলা থেকে তোলা হয়েছিল খুদে মেসির সেই আলোচিত ছবিটি।
এই সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও মুর্তাজার প্লাস্টিক ব্যাগের জার্সি দেখে এতটাই অভিভূত হয়েছেন যে, সত্যিকারের একটি জার্সি পাঠিয়ে দিয়েছেন মুর্তাজার কাছে। ইউনিসেফের সাহায্যে মুর্তাজার কাছে জার্সিটি পাঠিয়েছেন আর্জেন্টাইন তারকা। সেই জার্সি হাতে পেয়ে চরম খুশি মুর্তাজাও। সত্যিকারের জার্সি গায়ে দিয়ে মেসির মতো গোল উদযাপনের ভঙ্গিও শুরু করে দিয়েছে সে। উচ্ছসিত গলায় বলেছে, ‘আমি মেসিকে ভালোবাসি। আর এই জার্সিতে লেখা আছে যে, মেসিও আমাকে ভালোবাসে।’
যে প্লাস্টিক ব্যাগের জার্সিটার জন্য এত কিছু, সেটার পরিণতি কী হবে তা অবশ্য জানা যাচ্ছে না!