৮৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান
এশিয়া কাপে উত্তেজনাপূর্ণ একটা পাক-ভারত ম্যাচের আশাই করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে সেই আশায় পানি ঢেলে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের বোলারদের ভালো নৈপুণ্যের মুখে ১৭.৩ ওভার ব্যাটিং করেই ৮৩ রানে গুটিয়ে গেছে আফ্রিদির দল। মাত্র দুইজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ ২৫ রানের ইনিংস এসেছে সরফরাজ আহমেদের ব্যাট থেকে।
ভারতের পক্ষে দারুণ বোলিং করে মাত্র ৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডে। দুইটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ৮২ ও ৭৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা দারুণভাবে প্রমাণ করেছেন ভারতের বোলাররা। প্রথম ওভারের চতুর্থ বলে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের (৪) উইকেট তুলে নিয়েছেন আশিস নেহরা। তবে প্রথম ওভারে উইকেট হারালেও ব্যাকফুটে চলে যাননি আরেক ওপেনার সারজিল খান ও অভিষিক্ত খুরাম মনজুর। ব্যাটিং করে গেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। সারজিল অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। চতুর্থ ওভারে জাসপ্রিত বুমরার বলে আউট হয়েছেন ৭ রান করে। ষষ্ঠ ওভারে মনজুরও (১০) সাজঘরে ফিরেছেন রানআউটের ফাঁদে পড়ে। সপ্তম ওভারে পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শোয়েব মালিককে আউট করেছেন হার্দিক পান্ডে। পরের ওভারে পাকিস্তান খেয়েছে জোড়া ধাক্কা। প্রথম বলে উমর আকমলকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠিয়েছেন যুবরাজ সিং। আর ওভারের শেষ বলে অধিনায়ক শহীদ আফ্রিদি পড়েছেন রানআউটের ফাঁদে। ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক রেকর্ড গড়ার হাত থেকে পাকিস্তানকে বাঁচিয়েছেন সরফরাজ। অতিরিক্ত থেকে এসেছে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ, ১৫ রান।
ভারত দল : রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিস নেহরা, জাসপ্রিত বুমরা।
পাকিস্তান দল : খুরাম মনজুর, সারজিল খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।

স্পোর্টস ডেস্ক