টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাসপেন্ড হতে চাই না : ধোনি
পাকিস্তানি ব্যাটসম্যান খুররম মনজুর খানের একটি আউট দেওয়া নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে কিছুটা সময়ের জন্য হলেও উত্তেজনা ছড়িয়েছে। এর জন্য অবশ্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা সৈকতকে। আশিস নেহরার বলে খুররম উইকেটের পেছনে ক্যাচ দিলেও আম্পায়ার নাকি সেটি আউট দেননি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি উঠে এলেও ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এটি এড়িয়ে যেতে চান। তবে সেটি আউট ছিল বলে মনে করেন তিনি।
এ সম্পর্কে ভারতীয় অধিনায়ক অনেকটা হাসির ছলে বলেন, 'আসলে এ বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো মন্তব্য করে আমি সাসপেন্ড হতে চাই না। তবে আমি মনে করি, সেটি আউট ছিল। আম্পায়াররাও একজন মানুষ, তাঁরও ভুল হতে পারে।'
ম্যাচের প্রথম ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ভারতীয় বোলার আশিস নেহরার একটি বলে পাকিস্তানি ব্যাটসম্যান খুররম মনজুর খান রিভার্স সুইপ করতে গেলে গ্লাভসে লেগে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে চলে যায় বল। কিন্তু বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা সৈকত সেটি আউট দেননি। তা নিয়ে ধোনির অসহিষ্ণু আচরণ টিভিতে বারবার দেখানো হয়েছে।
টিভি রিপ্লেতেও বারবার দেখানো হয়েছে, পাকিস্তানি ব্যাটসম্যান খুররমের গ্লাভসে বলটি লেগেছে। ধারাভাষ্যকাররাও বলেছেন, সেটি আউট ছিল। দলীয় ২৮ রানের মাথায় এই পাকিস্তানি ব্যাটসম্যান ব্যক্তিগত ১০ রানে আম্পায়ারের বদান্যতায় জীবন পেলেও তিনি নিজের ইনিংসটাকে বেশিদূর নিয়ে যেতে পারেননি। আর কোনো রান যোগ না করে কিছুক্ষণ পরেই সাজঘরে ফিরে গেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক