পাকিস্তানের ম্যাচ ঠেকানোর জন্য পিচ খোঁড়ার হুমকি
১৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। কিন্তু ম্যাচটি শেষপর্যন্ত নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারবে কি না, তা নিয়ে সংশয় কাটছে না। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, তাঁর সরকার পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারবে না। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ ঠেকানোর জন্য হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ খুঁড়ে ফেলার হুমকি দিয়েছে অ্যান্টি টেরোরিস্ট ফ্রন্ট নামের একটি সংগঠন।
দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রিকেটেও পড়েছে খুব ভালোমতো। ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে চুক্তিপত্র স্বাক্ষর করলেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়নি ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাতেও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে শঙ্কার মধ্যে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অ্যান্টি টেরোরিস্ট ফ্রন্টের সভাপতি বীরেন্দর সান্দিলিয়া বলেছেন, ‘যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে খেলার জন্য ধর্মশালায় আসে তাহলে আমরা স্টেডিয়ামের পিচ খুঁড়ে ফেলব। এই ম্যাচ দেখার অজুহাতে পাকিস্তানের অনেক সন্ত্রাসী এই অঞ্চলে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা আছে। হিমাচল প্রদেশের সরকার যদি এই ম্যাচ অনুষ্ঠিত হতে দেয়, তাহলে সেটা হবে পাঠানকোট ও পামপোরের শহীদদের প্রতি অসম্মান।’
ধর্মশালায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ ঠেকানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি ও হিমাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরেন্দর সান্দিলিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ও বিরোধীদলীয় নেতা পিকে ধুমালের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। সামনের দিনগুলোতে বড় ধরনের প্রতিবাদ সভা করারও প্রস্তুতি নিচ্ছে অ্যান্টি টেরোরিস্ট ফ্রন্ট নামের এই সংগঠন।

স্পোর্টস ডেস্ক