ফাইনালে বড় দুই পরিবর্তন বাংলাদেশ একাদশে
আর মাত্র কয়েক ঘণ্টা পর এশিয়া কাপের ফাইনাল খেলতে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে কে কে খেলছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে দুদিন ধরেই। তবে নির্বাচকদের সূত্রে আজ জানা গেল, বড় ধরনের পরিবর্তনই আসছে আজকের একাদশে!
চোটের কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে পড়ায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হিসেবে সৌম্য সরকারের ওপরই আস্থা নির্বাচকদের।
নির্বাচকদের একটি সূত্র জানায়, মোহাম্মদ মিথুনকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তাঁর জায়গায় অলরাউন্ডার নাসির হোসেন একাদশে জায়গা পাচ্ছেন। নাসির যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে বেশ পটু, তাই নামটা এসেছে সবার আগেই।
এ ছাড়া আগের ম্যাচে স্থান পাওয়া আরাফাত সানিকেও জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তাঁর জায়গায় একাদশে ঢুকছেন বিপিএল মাতানো আবু হায়দার রনি। চারজন পেসার নিয়ে খেলার পরিকল্পনা থেকেই দলে ঢুকছেন রনি।
অবশ্য পিচ দেখেই শেষ পর্যন্ত দল নির্বাচন করা হবে। তবে এই একাদশ দেখার জন্য অপেক্ষা করতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।