বাংলাদেশ জিতলে পথশিশুদের জার্সি কিনে দেব : আমব্রিন
মডেল ও অভিনেত্রী আমব্রিন। পুরোনো ছবি : এনটিভি
ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপ ফাইনাল। এই খেলায় বাংলাদেশ জিতলে পথশিশুদের বাংলাদেশের জার্সি কিনে দেবেন মডেল ও উপস্থাপক আমব্রিন। শুটিংয়ের ব্যস্ততার জন্য মাঠে যেতে পারেননি তিনি। তবে বারিধারার একটি কফিশপে বসেই খেলা দেখছেন এই ক্রিকেটপ্রেমী।
এনটিভি অনলাইনকে আমব্রিন বলেন, ‘অনেক সময়ই চোখে পড়ে পথশিশুরা রাস্তা-ঘাটে খালি গায়ে দোকানের সামনে দাঁড়িয়ে খেলা দেখে। আমার খুব খারাপ লাগে। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের বাংলাদেশের জার্সি কিনে দেব। তারা পরের ম্যাচগুলো জার্সি পরেই দেখবে।’
আমব্রিন বর্তমানে উপস্থাপনার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন তিনি।

নিজস্ব প্রতিবেদক