জয় দিয়ে শুরু আফগানিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে আফগানিস্তান। মঙ্গলবার নাগপুরে আফগানরা ১৪ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানকে পাঁচ উইকেটে ১৭০ রানের বড় সংগ্রহ এনে দিতে বড় অবদান দুজনের। প্রথমজন ৩৯ বলে ৬১ রান করা ওপেনার মোহাম্মদ শাহজাদ। দ্বিতীয়জন অধিনায়ক আসগর স্তানিকজাই। ফিফটি করেছেন তিনিও। ১৩তম ওভারে দলীয় ১০৭ রানে শাহজাদের বিদায়ের পর স্তানিকজাইয়ের ৫০ বলে অপরাজিত ৫৫ রানের অধিনায়কোচিত ইনিংসই পৌনে দুইশর কাছাকাছি পৌঁছে দিয়েছে আফগানদের।
জবাব দিতে নেমে পাঁচ উইকেটে ১৫৬ রানে থেমে গেছে স্কটল্যান্ডের ইনিংস। জর্জ মানঝি (৪১) ও কাইল কোটজার (৪০) ৮৪ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছিলেন দলকে। কিন্তু এমন চমৎকার সূচনা কাজে লাগাতে পারেনি স্কটল্যান্ড। দুই ওপেনারের বিদায়ের পর ম্যাট ম্যাকান (৩৬) ছাড়া আর কেউ জ্বলে উঠতে না পারায় হার মানতে হয়েছে স্কটিশদের।
এর আগে দিনের প্রথম ম্যাচে জিম্বাবুয়েও ১৪ রানেই হারিয়েছিল হংকংকে। বাছাইপর্বের ‘বি’ গ্রুপ থেকে মূলপর্বে যাওয়ার লড়াইয়ে আফগানিস্তান আর জিম্বাবুয়ে তাই সমান অবস্থানে এখন।