আয়ারল্যান্ডের বিপক্ষে চার পেসার
'ধর্মশালার আবহাওয়া বড়ই বৈচিত্র্যপূর্ণ। রাতে প্রচণ্ড ঠান্ডা, আবার দিনে গরম। তাই সেখানকার উইকেটের চরিত্রও বোঝা কঠিন হয়ে যাচ্ছে।' প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমন কথা বলেছিলেন। শঙ্কা সত্যি হয়েছে। প্রবল বৃষ্টির পর খেলা শুরু হচ্ছে, ম্যাচ হচ্ছে ১২ ওভারের। তাই টি-টোয়েন্টির বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে চার পেসার রাখা হয়েছে।
তা ছাড়া পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করায় বাংলাদেশ শিবিরে একটা বড় ধরনের ধাক্কা লেগেছে। তবে এই ম্যাচে আছেন তাসকিন, নেই আরাফাতি সানি।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে তাসকিন অসাধারণ বল করেছেন। তাই স্বাভাবিক কারণে দলে তাঁকে রাখা হয়েছে। তবে অলরাউন্ডার নাসির হোসেনের জয়াগায় দলে এসেছেন মোহাম্মদ মিথুন। আর স্পিনার আরাফাত সানির জায়গায় নেওয়া হয়েছে পেসার আবু হায়দার রনিকে।
মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, তাসকিন আহমেদের সঙ্গে রনি যোগ দেওয়ায় দলের পেস আক্রমণ আরো শক্তিশালী হবে।
ধর্মশালার বর্তমান আবহাওয়া, উইকেট ও পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনা হয়েছে।
আর বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান সুস্থ হয়ে উঠেননি তাই দলে নেওয়া হয়নি তাঁকে। তবে মুস্তাফিজ পুরোপুরি ফিট নন বলেই তাঁকে নিয়ে রিস্ক নেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

ক্রীড়া প্রতিবেদক