ধর্মশালায় আবারও বৃষ্টি
ধর্মশালায় আজ সারাদিনই ছিল বৃষ্টির উপদ্রব। বাধায় মাঠেই গড়াতে পারেনি ওমান-নেদারল্যান্ডসের ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচে অবশ্য কিছু সময়ের জন্য হলেও দেখা গেছে ব্যাট-বলের লড়াই। কিন্তু বাংলাদেশের ইনিংসের আট ওভার শেষে আবার হানা দিয়েছে বৃষ্টি।
বৃষ্টির বাধায় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। প্রথম আট ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ৯৪ রা। এরপরেই বৃষ্টির বাধায় বন্ধ রাখতে হয়েছে খেলা। ২৬ বলে ৪৭ রানের দারুণ ইনিংস খেলে আউট হয়েছেন তামিম। সৌম্যর ব্যাট থেকে এসেছে ২০ রান। ১৩ রান করে অপরাজিত আছেন সাব্বির।
এর আগে বৃষ্টির বাধায় মাঠেই গড়াতে পারেনি ওমান-নেদারল্যান্ডসের ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচের পরিণতিও তেমনই হবে কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। তবে অবশেষে সদয় হয়েছে ধর্মশালার আকাশ। শুরু হতে যাচ্ছে ব্যাট-বলের লড়াই। শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচের দৈর্ঘ্য অবশ্য কমিয়ে আনা হয়েছে ১২ ওভারে।
দুটি পরিবর্তন এনে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নাসির হোসেনের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ মিথুন। আরাফাত সানির পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পথে অনেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে বিদায় নিতে হবে আয়ারল্যান্ডকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।

স্পোর্টস ডেস্ক