নভেম্বরে বিপিএল, প্রিমিয়ার লিগ এপ্রিলে

গত বছর নভেম্বর-ডিসেম্বরে বসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এবারো ঠিক একই সময়ে আসরটি শুরু করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শুধু তাই নয়, এই এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বৃহস্পতিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিপিএলের চতুর্থ আসর এ বছর নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা আমাদের আগেই নেওয়া ছিল। সে ভাবেই আমরা এগোচ্ছি। আশা করছি এই সময়ে আমরা আসরটি আয়োজন করতে পারব।’
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ এই এপ্রিলের শেষ সপ্তাহে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই প্রসঙ্গে বিসিবির এই পরিচালক বলেন, ‘ঢাকা মহানগর লিগ কমিটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ১০ এপ্রিল হবে প্রিমিয়ার লিগের ‘প্লেয়ার বাই চয়েজ’। দিন-তারিখ চূড়ান্ত না হলেও প্লেয়ার বাই চয়েজের পর দশদিনের মধ্যেই লিগ শুরু হয়ে যাবে বলে আশা করছি আমরা।’
এদিকে প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজের গ্রেডিং ঠিক করে ফেলেছে বিসিবি। ‘এ প্লাস’ গ্রেডের খেলোয়াড়রা পারিশ্রমিক পাবেন ২৫ লাখ টাকা করে। এ ছাড়া ‘এ’ গ্রেডের খেলোয়াড়রা ২০ লাখ, ‘বি প্লাস’ ১৫ লাখ, ‘বি’ গ্রেড ১২ লাখ, ‘সি’ গ্রেড ৮ লাখ, ‘ডি’ গ্রেড ৫ লাখ এবং ‘ই’ গ্রেডের খেলোয়াড়রা তিন লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন বলে জানা গেছে।