‘শুভ জন্মদিন তাসকিন, সবাই পাশে আছি’
সময়টা তাঁর খুব একটা ভালো যাচ্ছে না। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পেসার তাসকিন আহমেদ। এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। ক্যারিয়ারের এই চরম দুঃসময়ে সতীর্থ-শুভানুধ্যায়ীদের পাশে পেয়েছেন, এটা তাঁর জন্য একটা বড় পাওয়া।
এবার নিজের ২১তম জন্মদিনে সতীর্থ-শুভানুধ্যায়ীদের ভালোভাসায় সিক্ত তাসকিন। জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে তাঁর ক্রিকেটভক্তদেরও শুভেচ্ছায় ভাসছেন তিনি।
১৯৯৫ সালের ৩ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসভবনে তাসকিনের জন্ম। সেই থেকেই তাঁর বেড়ে ওঠা ঢাকায়।
২০১৪ সালের ১৭ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ডানহাতি পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই পুরো ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিলেন তিনি, আট ওভারে মাত্র ২৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে।
শর্টার ভার্সন ক্রিকেটে দুর্দান্ত শুরু করলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তাঁর জন্য খুব একটা সুখকর ছিল না। বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে এই তারুণ পেসারের বিপক্ষে। এরপরই নিষিদ্ধ হন।
তাই জন্মদিনে সতীর্থরা তাঁকে জোগাচ্ছেন সাহস। ওপেনার তামিম ইকবাল তাঁর পেসবুক পেজে তাসকিনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তোমার মাথা উঁচুতে রাখো এবং আস্তে আস্তে আরো উঁচু কর। যা হচ্ছে তা অনেক ভালো হচ্ছে, সামনে এর ধারাবাহিকতা বজায় রাখবে। আগামী দিনের জন্য শুভকামনা রইল। শুভ জন্মদিন তাসকিন।’
শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন তাসকিন! আমরা সবাই তোমার ফেরার অপেক্ষায় আছি, পাশে আছি সব সময়... এগিয়ে চলো বেঙ্গল টাইগার!’
অলরাউন্ডার নাসির হোসেন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা রইল।’ ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘শুভ জন্মদিন তাসকিন।’
সতীর্থ পেসার আল আমিন হোসেন লিখেছেন, ‘শুভ জন্মদিন তাসকিন। অনেক অনেক শুভেচ্ছা রইল।’
আর জাতীয় দলের সাবেক সতীর্থ এনামুল হক বিজয় লিখেছেন, ‘শুভ জন্মদিন, তাসকিন আহমেদ। আগামী দিনের জন্য শুভকামনা রইল।’

ক্রীড়া প্রতিবেদক