মাঠে বজ্রপাত, হাসপাতালে ফুটবলার!
ফুটবল মাঠে মন দিয়ে অনুশীলন করছিলেন ১৮ বছর বয়সী এক গোলরক্ষক। রপ্ত করছিলেন প্রবল বেগে ছুটে আসা বলগুলো ঠেকিয়ে দেওয়ার কৌশল। কিন্তু বজ্রপাত ঠেকানোর কৌশল তো তাঁর জানা নেই! শুধু তাঁর কেন, কারোরই জানা থাকার কথা নয়। তাই হঠাৎ করেই বজ্রপাতের মুখে পড়ে হাসপাতালে যেতে হয়েছে সেই গোলরক্ষককে। খেলার মাঠে বজ্রপাতের ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত গোলরক্ষক স্টেফান পেট্রোভস্কি এবারের মৌসুমের শুরুতে খেলতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। নাম লিখিয়েছিলেন দ্বিতীয় বিভাগের দল মেলাকা ইউনাইটেডে। লিগের একটি ম্যাচে মাঠে নামার জন্য গত বুধবার পুরোদমে অনুশীলন করছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার। কিন্তু হঠাৎ করেই বজ্রপাত হওয়ায় তাঁর জীবনটাই পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। গুরুতরভাবে আহত হওয়ার পর সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও হাসপাতালে হয়তো বেশ কয়েকদিন কাটাতে হবে পেট্রোভস্কিকে।
মাঠে বজ্রপাতের এই ঘটনায় অবাক হয়ে গেছেন অনেকেই। মালাকা রাজ্যের প্রধানমন্ত্রী স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘এটা পুরোপুরি অপ্রত্যাশিত এক ঘটনা। কারণ সেই সময় খুব জোরে বৃষ্টিও হচ্ছিল না।’ গোলরক্ষক পেট্রোভস্কি ছাড়াও বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরো এক ফুটবলার। তবে প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন মেলাকা ইউনাইটেডের টিম ম্যানেজার খাইরি আনুর আহমাদ। গোলরক্ষক কোচ রোসলি হাশিম ও ফিজিওথেরাপিস্ট আহমাদ ফয়সাল ভাগ্যক্রমে বেঁচে গেছেন বলে জানিয়েছেন তিনি।
গোলরক্ষক পেট্রোভস্কি মালয়েশিয়ায় আসার আগে খেলতেন অস্ট্রেলিয়ার ক্লাব সিডনি অলিম্পিকের হয়ে।