সাকিবদের স্বাগত জানালেন শাহরুখ
আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া এই আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে সাকিব-মুস্তাফিজরা এখন ভারতে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাকিব আল হাসান একদিক দিয়ে ভাগ্যবান। কারণ, তিনি ও তাঁর সতীর্থরা পেয়েছেন দলের মালিক ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের অভ্যর্থনা।
গত মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছানোর পর কেকেআরের নতুন কোচ জ্যাক ক্যালিস ও সহকারী কোচ সাইমন ক্যাটিচের সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠকে অংশ নিয়েছেন সাকিব। সঙ্গে ছিলেন তাঁর সতীর্থরাও। পরদিনই প্র্যাকটিসে নেমে পড়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সঙ্গে পেয়েছেন শাহরুখ খানের উষ্ণ অভ্যর্থনা।
অবশ্য সশরীরে কলকাতায় উপস্থিত থাকতে পারেননি ‘কিং খান’। যুক্তরাষ্ট্রের রকি মাউন্টেনস থেকে টুইট করেই অভ্যর্থনা জানিয়েছেন সাকিবদের। শাহরুখ লিখেছেন, ‘আমার বন্ধুরা, নিজেদের বাড়িতে স্বাগতম!’
কলকাতায় এসে কেকেআরের বিদেশি সদস্যরা দারুণ খুশি। অস্ট্রেলিয়ার স্পিনার ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘আবার আইপিএলে খেলতে এলাম। সব নাইট রাইডার্স একটা জায়গায় জড়ো হয়েছে এখন।’ শাহরুখ এর প্রত্যুত্তর দিতে দেরি করেননি, ‘তোমাদের ভালোবাসি! এখন শুধু উপভোগের সময়। শিগগির দেখা হবে।’
দুইবারের চ্যাম্পিয়ন কলকাতার প্রথম ম্যাচ আগামী রোববার। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সাকিবদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস।