মেসি-রোনালদোর দুর্গে সুয়ারেজের হানা
২০০৯-১০ মৌসুম থেকে লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইটা হয়ে এসেছে শুধু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। গত ছয়টি মৌসুমে তিনবার করে এই পুরস্কার জিতেছিলেন এ সময়ের সেরা দুই ফুটবলার। কিন্তু এবারের মৌসুমে তাঁদের একচ্ছত্র আধিপত্য ভেঙে দিয়েছেন লুইস সুয়ারেজ। ৩৫ ম্যাচে ৪০টি গোল করে উরুগুয়ের এই স্ট্রাইকার জিতে নিয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্বও সুয়ারেজের।
২০১৪ সালে বার্সেলোনায় যোগ দিয়েই দারুণ সাফল্য পেয়েছিলেন সুয়ারেজ। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনা জিতেছিল মৌসুমের তিনটি বড় শিরোপা। ৪৩ ম্যাচে ২৫ গোল করে সুয়ারেজও বড় ভূমিকা রেখেছিলেন বার্সেলোনার এই ট্রেবল জয়ের পেছনে। কিন্তু লা লিগার প্রথম মৌসুমে সুয়ারেজ যেন সময় নিয়েছিলেন মানিয়ে নেওয়ার জন্য। এবারের মৌসুমে উরুগুয়ের এই স্ট্রাইকার জ্বলে উঠেছেন দারুণভাবে। সব মিলিয়ে ৫২টি ম্যাচে মাঠে নেমে করেছেন ৫৯টি গোল। সে সঙ্গে সতীর্থদের দিয়েও করিয়েছেন ২৬টি গোল।
লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় সুয়ারেজের পরেই আছেন রোনালদো, মেসি ও নেইমার। ৩৫ গোল করে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। মেসি এবারের মৌসুমে করেছেন ২৬ গোল। ২৪টি করে গোল করেছেন নেইমার ও করিম বেনজেমা।
হ্যাটট্রিক করার দিক দিয়েও রোনালদোকে পেছনে ফেলেছেন সুয়ারেজ। এবারের মৌসুমে তিনি করেছেন ছয়টি হ্যাটট্রিক। গ্রানাদার বিপক্ষে লা লিগার শেষ ম্যাচেও তিনটি গোল করেছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। এর মধ্যে দুটি ম্যাচে সুয়ারেজ করেছেন চারটি করে গোল। অন্যদিকে রোনালদো করতে পেরেছেন তিনটি হ্যাটট্রিক।
২০১৫ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে জায়গা করে নিতে পারেননি সুয়ারেজ। মেসি ও রোনালদোর সঙ্গে তৃতীয় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন নেইমার। তবে এবার শীর্ষ তিন ফুটবলারের মধ্যে সুয়ারেজের নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে যেভাবে মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে দিয়েছেন, তেমনি বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও হয়তো জিতে নিতে পারেন সুয়ারেজ। আট বছর ধরে এই পুরস্কারটা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছেন মেসি ও রোনালদো।

স্পোর্টস ডেস্ক