অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ধোনি
এতদিন ভারতীয় ক্রিকেটে সোরগোল ছিল মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ধোনির অধিনায়কত্ব নিয়েও। নানা কথাবার্তা উঠলেও এতদিন অবশ্য চুপচাপই ছিলেন ধোনি। তবে জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে মুখ খুলেছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। যদিও কবে নাগাদ সরে দাঁড়াবেন- সেই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বল ঠেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোর্টে।
২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ধোনি। তার পর থেকে টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিরাট কোহলি। তবে শুধু টেস্টে না, তিন ধরনের ক্রিকেটেই কোহলিকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন ভারতের সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিষয়টা ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগ দিয়ে ধোনি সাংবাদিকদের বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এ ব্যাপারে আমার কিছু করার নেই।’
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ দিয়ে ভারতের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে। প্রথম আসরেই শিরোপা জিতে বাজিমাত করেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তারপর তাঁর নেতৃত্বে ২০১১ সালে ভারত দ্বিতীয়বারের মতো জিতেছে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে। ২০০৯ সালে দখল করেছিল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে ব্যক্তিগত একটা মাইলফলকের হাতছানিও আছে ধোনির সামনে। আর মাত্র ৮২ রান করতে পারলেই ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ধোনির নেতৃত্বে একেবারে তরুণ একটি দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। অধিকাংশ খেলোয়াড়েরই নেই ১০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন পাঁচজন। ফলে জিম্বাবুয়ে সফরে যে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে, তা স্বীকারই করে নিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘খুবই ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা হবে আমার। এতদিন একটা নির্দিষ্ট গ্রুপের সঙ্গে খেলে এসেছি। ফলে সবাই নিজের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে জানত। কিন্তু জিম্বাবুয়ে সফরের দলে কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে আমি প্রথমবারের মতো খেলতে নামব।’
জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগামী ১১ জুন থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।