ছয় বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট!

পাকিস্তানে আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে এক ছোট্ট সফরে দেশটিতে যেতে সম্মতি জানিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানে ছয় বছর পর এটাই হতে যাচ্ছে কোনো টেস্ট দলের প্রথম সফর।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এর পর আর কোনো টেস্ট দলই যায়নি সন্ত্রাসে জর্জর দেশটিতে। ঘরের মাঠে খেলার ‘অধিকার’ হারিয়ে পাকিস্তান দলকে ‘হোম’ সিরিজ খেলতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
দেশের ক্রিকেট এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে বলে শাহরিয়ার খান আনন্দিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘মে মাসের মাঝামাঝি এক সপ্তাহের সফরে পাকিস্তানে আসবে জিম্বাবুয়ে।’
সূচি চূড়ান্ত হওয়ার আগে জিম্বাবুয়ের একটি নিরাপত্তাবিষয়ক দল পাকিস্তানের সার্বিক পরিস্থিতি দেখতে দেশটি সফরে আসবে বলেও জানিয়েছেন শাহরিয়ার খান।