রুমানার হাত ধরে প্রথম হ্যাটট্রিক
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে নারী দলের পথচলা ২০০৭ সাল থেকে। এর পর থেকে বেশ কিছু ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, কিন্তু একটি হ্যাটট্রিকের দেখা পেতে সময় লেগেছে বেশ কিছুদিন। বহু কাঙ্ক্ষিত এই হ্যাটট্রিকের কীর্তি এসেছে স্পিনার রুমানা আহমেদের হাত ধরে।
আয়ারল্যান্ড সফরে গতকাল শনিবার রুমানা এই সাফল্য পান স্বাগতিকদের বিপক্ষেই। তাঁর কীর্তিতে বাংলাদেশ দল দারুণ এক জয় পেয়েছে। ১০ রানে হারিয়েছে স্বাগতিকদের।
এই ম্যাচে বাংলাদেশের জয়ের চেয়েও আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রুমানার হ্যাটট্রিকের কীর্তি। মেয়েদের ক্রিকেটের কোনো সংস্করণেই এর আগে কোনো হ্যাটট্রিক করতে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার অধরা এই সফল্য পেয়ে রুমানা একরকম ইতিহাসই গড়লেন।
সব মিলে মেয়েদের ক্রিকেটের এটি ১৭তম হ্যাটট্রিক, আর ওয়ানডেতে নবম। অবশ্য তিন সংস্করণ মিলে প্রথম হ্যাটট্রিক হয়েছিল ১৯৫৮ সালে। অস্ট্রেলিয়ার বেটি ওয়াটসন মেলবোর্নের টেস্টে সেটি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক