মরিনিয়োকে সান্ত্বনা দিলেন ম্যারাডোনা
ঘরের মাঠে যেন জিততেই ভুলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ড্র করেছে টানা তৃতীয়বারের মতো। সর্বশেষ আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর মনটা নিশ্চয়ই খুব খারাপ ছিল হোসে মরিনিয়োর। তবে খারাপ সময়ে পর্তুগিজ এই কোচ কিছুটা সান্ত্বনা পেয়েছেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার ফোন পেয়ে। ম্যারাডোনার কাছ থেকে প্রশংসা এবং পরবর্তী ম্যাচে পূর্ণ উদ্যমে মাঠে নামার অনুপ্রেরণা পাওয়ায় কিছুটা মানসিক চাপমুক্ত হয়েছেন মরিনিয়ো।
শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য আর্সেনালের বিপক্ষে জয়টা খুব করেই দরকার ছিল ম্যানইউয়ের। ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েও ছিল মরিনিয়োর শিষ্যরা। কিন্তু শেষমুহূর্তে বদলি হিসেবে মাঠে নেমে সমতাসূচক গোলটি করেছেন আর্সেনালের অলিভিয়ের জিরু। ফলে শেষপর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউকে। পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ায় ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে ষষ্ঠ স্থানে। আর ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
আর্সেনালের বিপক্ষে এই ড্র-টা মরিনিয়োর কাছে হারেরই সামিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময়ও তিনি বারবার বলছিলেন একটা কথাই, ‘অবশেষে আমি আর্সেনালের কাছে হেরেছি! অবশেষে আমি আর্সেনালের কাছে হেরেছি।’ তবে দুঃসময়ে বন্ধু ম্যারাডোনার কাছ থেকে ফোন পেয়ে বেশ উজ্জ্বীবিত হয়েছেন মরিনিয়ো। ইন্সটাগ্রামে নিজেদের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভালো পারফরম্যান্স কিন্তু বাজে ফলের পর আমি একটা ফোন পেয়ে খুব উদ্দীপ্ত। ফোনটা কিং ডিয়েগোর। অনেক ধন্যবাদ, বন্ধু। তোমার সমর্থন, আমার পরিবারের সমর্থন, অন্য বন্ধুরা, আমার খেলোয়াড় আর সমর্থক; সবার সহযোগিতায় আমি এগিয়ে যাব।’
আগামী শুক্রবার ম্যানইউকে পরবর্তী ম্যাচটা খেলতে হবে ইউরোপা লিগে। ডাচ ক্লাব ফেইর্নুদের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক