হোটেলে জুপিটারের রুমে নারী, পাল্টাপাল্টি অভিযোগ
ঠিক খেলা দিয়ে নয়, ম্যাচ ফিক্সিংয়ের বিষয় তুলে বিপিএলে আলোচনায় আছেন রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ। এ জন্য দলের ম্যানেজার সানোয়ার হোসেনকে দায়ী করেছেন তিনি। আর জুপিটারের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন সানোয়ার। তিনি অভিযোগ তুলেছেন, জুপিটার হোটেলের রুমে নারী নিয়ে প্রবেশ করেছিলেন!
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় জুপিটার ও সানোয়ার উভয়কেই আসর চলাকালে মাঠে ঢোকা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন আজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘জুপিটার হোটেল রুমে নারী নিয়ে ঢুকেছিল বলেই টিম ম্যানেজমেন্ট তাঁকে দল থেকে বহিষ্কার করে। তাই উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আমার বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করে। আসলে এই বিষয়ে আমি কিছুই জানতাম না।’
গত শনিবার বিসিবির কাছে জুপিটার অভিযোগ করেছিলেন, তাঁর দলের ম্যানেজার সানোয়ার তাঁকে স্পট ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেন। ফিক্সিংয়ে রাজি হননি বলেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে জুপিটার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার রুমে সেদিন কয়েকজন নারী এসেছিল এটা ঠিক। কিন্তু একা কোনো নারী আসেননি, সঙ্গে দুই-একজন পুরুষও এসেছিলেন। তাঁরা আমার অতিথি ছিলেন। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজ বা বিসিবির পক্ষ থেকে তেমন কোনো নিষেধাজ্ঞা ছিল না যে কোনো অতিথি হোটেল রুমে নেওয়া যাবে না। এখন তারা যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে তা ঠিক নয়।’
বাগেরহাট থেকে উঠে আসা খেলোয়াড় জুপিটার ঘোষ এবারই প্রথম বিপিএলে নাম লিখিয়েছেন। রংপুর তাঁকে দলভুক্ত করলেও একটি ম্যাচও খেলতে পারেননি। বিপিএল শুরুর পরের দিনই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

ক্রীড়া প্রতিবেদক