বিয়ের পিঁড়িতে যুবরাজ
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং এবং মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচ।
শেষ পর্যন্ত সত্যি হলো, বুধবার রাতে চণ্ডীগড়ের গুরুদ্বারে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। একেবারেই ঘরোয়াভাবে হয়েছে তাঁদের বিয়ে। শেরোয়ানি ও লাল পাগড়ি পরে যুবরাজ বিয়ের অনুষ্ঠানে যান। আর হ্যাজেল পরেছেন লাল লেহেঙ্গা।
মোহালি টেস্টের চতুর্থ দিনেই ইংল্যান্ডকে হারানোর পর সোজা যুবরাজের বিয়েতে হাজির গোটা ভারতীয় দল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক-বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তারা। পঞ্জাবি মতে, গুরুদ্বারের প্রধানের আশীর্বাদ নেন নবদম্পতি। এদিন পঞ্জাবি মতে বিয়ে হলেও গোয়াতে ২ ডিসেম্বর হিন্দুমতে আবার বিয়ে হবে দুজনের।
৫ ও ৭ ডিসেম্বর যুবরাজের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শচীন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের। অবশ্য বিয়ের অনুষ্ঠানে কোহলি উপস্থিত ছিলেন।
যুবরাজ ও তাঁর মা ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

ক্রীড়া প্রতিবেদক