রিয়াল নয়, বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ব্র্যান্ড ম্যানসিটির
সময়টা বেশ ভালো যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও আধিপত্য ধরে রেখেছে ক্লাবটি। সেই ধারাবাহিকতায় এবার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ড এখন ম্যানসিটি।
ব্র্যান্ডমূল্য যাচাইয়ের গবেষণা ও কনসালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিন্যান্স ফুটবল ৫০ এর জরিপে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নদের ব্র্যান্ডমূল্য ১৩০ কোটি পাউন্ড।
করোনার পরই ম্যানসিটির ব্র্যান্ডমূল্য বেড়েছে অন্তত ৩৪ শতাংশ। গত ছয়বছরের মধ্যে প্রথম ক্লাব হিসেবে ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় শীর্ষে ওঠে এলো। চলতি মৌসুমে ক্লাবটির ব্র্যান্ডমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশ। মূলত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারের কারণেই ব্র্যান্ডমূল্যের দিক দিয়ে পিছিয়ে পড়েছে রিয়াল।
বর্তমানে স্প্যানিশ ক্লাবটির ব্র্যান্ডমূল্য ১২৬ কোটি পাউন্ড। গত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে আধিপত্য ধরে রাখার পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টগুলোতেও দুর্দান্ত ফর্মে আছে । এই বিষয়ে ব্র্যান্ড ফিন্যান্সের এক কর্মকর্তা জানিয়েছেন,‘ ম্যানসিটি বর্তমানে যে ফর্মে রয়েছে, তাতে এমন সাফল্য প্রত্যাশিত। কারণ স্পন্সর প্রতিষ্ঠাগুলো তাদের প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছে। ভবিষতে তাদের এই ব্র্যান্ডমূল্য আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।’
এদিকে, আর দুদিন পরেই ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জয়ে ট্রেবল জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলেই পূর্ণতা পাবে সিটিজেনদের ট্রেবল জয়ের স্বপ্ন।