তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতের প্রতিরোধ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনটা বেশ হতাশা নিয়ে শেষ করেছিল ভারত। দিন শেষে ৫ উইকেটে স্কোরবোর্ডে তাদের ছিল মাত্র ১৫১ রান। সেখান থেকে আজ শুক্রবার তৃতীয় দিন প্রতিরোধ গড়ে তুলেছে। দিনের প্রথম সেশনটা ভালোই কেটেছে রাহানেদের।
অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ১১৮ রানে পিছিয়ে থেকে আজ শুক্রবার (৯ জুন) তৃতীয় দিন শুরু করে ভারত। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি ভারতের। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অসি বোলার স্কট বোল্যান্ডের বলে বোল্ড হন আগের দিনের অপরাজিত ব্যাটার শ্রীকর ভারত (৫)। শুরুতেই ভারতের উইকেট হারালেও প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছে রাহানে-শার্দুল ঠাকুর জুটি।
দুজনের অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটিতে মোটামুটি সুবিধাজনক অবস্থানে থেকে ছয় উইকেটে ২৬০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। লাঞ্চের আগে ২২ ওভার খেলা হয়েছে। এক উইকেট হারিয়ে ভারত তোলে ১০৯ রান।
ভারত আউট হওয়ার পর একপ্রান্ত আগলে রাখেন আজিঙ্কা রাহানে। ভারতের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন রাহানে।
তৃতীয় দিনের সকালে মাঠে পেস বেড়েছে। অসিদের একের পর এক গতির গোলায় বিধ্বস্ত হচ্ছে ভারতীয় ব্যাটাররা। কিছুক্ষণ পরপরই মাঠে আসছে ফিজিওরা। তবে সেসব সামাল দিয়ে রানের চাকা সচল রেখেছেন রাহানে। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শার্দুল।
বিরতিতে যাওয়ার আগে ৮৯ রানে অপরাজিত আছেন রাহানে। এই রান করার পথে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৬ রানে শার্দুল অপরাজিত আছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শেষ ওভারে প্যাট কামিন্স পুরো ওভারটাই ভোগায় শার্দুলকে।
৬০ তম ওভারের চতুর্থ বলে কামিন্সের বলে লেগ বিফোর হন শার্দুল। রিভিউ নিলেন তিনি। প্রথমত নো বল ধরা পড়ে, এরপর দেখা যায় বল চার নম্বর স্ট্যাম্পে। এই যাত্রায় বেঁচে যান তিনি। ওভারের শেষ বলটাতেও আউট হতে হতে বাঁচেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ জুন) টেস্টের দ্বিতীয় দিন ভারত শেষ করে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে।