অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রেকর্ড যেন একই মুদ্রার এপিট-ওপিট। ফুটবল দুনিয়ার প্রায় সকল রেকর্ডই যেন তার নামে লেখা। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে এই পর্তুগিজ তারকা। প্রথম ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রোনালদো।
কাতার বিশ্বকাপই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে আর তাকে দেখা যাবে কি না, এই নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে রোনালদো পর্তুগালের হয়ে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে আজ মঙ্গলবার (২০ জুন) আইসল্যান্ডের মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের শীষ্যরা।
আর এই ম্যাচটির আগে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো। আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন সিআর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন পর্তুগিজ তারকা। জাতীয় দলের হয়ে করেছেন ১২২টি গোল।
এমন মাইলফলক স্পর্শ নিয়ে রোনালদোর ভাষ্য, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনও ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’