গ্রামের টানে ভিন্ন মিরাজ
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কর্মব্যস্ততা শেষে সবাই ছুটছে বাড়ির পানে। নাড়ির টানে ছুটে চলায় কোনো ক্লান্তি নেই। বাড়ি ফেরাদের ভিড়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকারাও। পরিবারের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে শামিল হতে তারাও ফিরছেন ঘরে।
বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। রূপসা নদীঘেঁষা খুলনায় বাড়ি মিরাজের। নদী কাছে টানে না, এমন মানুষ পাওয়া কঠিন। মানুষ বলেই হয়তো মিরাজকেও নদী কাছে টানে। সবার কাছে তিনি হতে পারেন নামকরা ক্রিকেটার, পরিবারের কাছে শুধুই প্রিয়জন।
নিজ গ্রামে গিয়ে মিরাজও যেন ভুলে গেলেন ক্রিকেটার সত্তাকে। মাথায় লাল গামছা পেঁচিয়ে লুঙ্গি আর টি শার্ট পরে নদীর তীরে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুললেন মিরাজ। মঙ্গলবার (২৭ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করে মিরাজ লেখেন— ‘গ্রামের টানে, নদীর পানে…।’ পেছনে রূপসা নদী, পড়ন্ত বিকেলের লালাভ আকাশ আর সবুজ দিগন্ত ছবিটিকে করে তুলেছে আরও বেশি প্রাণবন্ত।
ঈদ শেষেই বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা শুরু। ৫ জুলাই থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে শুরু রঙিন পোশাকের খেলা। তার আগে ঈদ উৎসবের শুরুতে প্রকৃতির আলোয় নিজেকেও রাঙালেন মিরাজ।