টি-টেনে দ্যুতি ছড়ালেন তাসকিন-মুশফিক
জিম্বাবুয়ের টি-১০ লিগে শুরুটা দুর্দান্ত হয়েছে দুই বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের। লিগ শুরুর দ্বিতীয় দিনে মুখোমুখি হয় মুশফিকের জোবার্গ বাফেলোস ও তাসকিনের বুলাওয়ে ব্রেইভস। জমজমাট এই ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করে দলের জয়ে অবদান রাখেন মুশফিক।
গতকাল শুক্রবার (২১ জুলাই) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে জোবার্গ বাফেলোসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বুলাওয়ে ব্রেইভস। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৫ রান করে জোবার্গ বাফেলোস। জবাবে নয় উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি তুলতে পারেনি বুলাওয়ে।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনারদের দুর্দান্ত শুরুর পর ব্যাট হাতে ঝড় তোলেন মুশফিক। ২৩ বলে আট চারে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। মূলত তার এমন ঝড়ো ব্যাটিংয়েই ১০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জোবার্গ। বল হাতে দাপট দেখিয়েছেন পেসার তাসকিন আহমেদ। দুই ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তাসকিন।
১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাটাদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি বুলাওয়ের। ৯৫ রানের বেশি করতে পারেনি দলটি। বল হাতে অবদান রাখার পর ব্যাট হাতে তিন বলে চার রান করেন তাসকিন।