সাব্বিরের ঝড়ো ইনিংস, ১২ বলে হাঁকালেন ৫ ছক্কা
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে একসময়ের তারকা ব্যাটার সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটেও তেমনভাবে সুযোগ পাচ্ছেন না তিনি। ডানহাতি এই ব্যাটারকে দলে টেনেছে জিম আফ্রো টি-১০ লিগের দল হারারে বোল্টস। টানা কয়েক ম্যাচে ব্যর্থতার পর এবার দলটির জার্সিতে জ্বলে উঠলেন সাব্বির। ১২ বলে হাঁকালেন পাঁচ ছক্কা।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ১২ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির। যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল। ১০ ওভারে ১২১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে তাড়া করে জিতেছে বাংলা টাইগার্স।
সাব্বির উইকেটে আসেন অষ্টম ওভারে। তখন হারারের রান ৩ উইকেটে ৭৯। এরপর ১২ বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন ৫টি। যার মধ্যে ইনিংসের শেষ তিন বলে আফগান অলরাউন্ডার করিম জানাতের বলে ছক্কা মেরেছেন ৩টি। অবশ্য এমন ঝড়ো ইনিংস খেললেও জয় পায়নি তার দল। তবে ম্যাচ হারলেও এরইমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল।
প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ বাংলা টাইগার্স। অবশ্য এই ম্যাচ বাদে আগের খেলাগুলোতে খুব একটা সুবিধা করতে পারেননি সাব্বির। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে ২ বলে করেন ১ রান। ডারবান উলভসের বিপক্ষে ম্যাচে তো ব্যাটিংয়ের সুযোগই পাননি। জোবার্গের বিপক্ষে ৩ বলে করেন ২ রান। এমন গড়পড়তা পারফরম্যান্সের কারণে সুযোগ মেলেনি বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে ম্যাচে।
সাব্বির ছাড়াও এই টুর্নামেন্টে আছেন আরেক ব্যাটার এনামুল হক বিজয়। যিনি বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে খেলছেন। সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি তিনিও। ৬ ম্যাচ খেলে মোটে করেছেন ৬৯ রান। দল পেয়েছেন আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এই টুর্নামেন্টের গত আসরে মুশফিক, তাসকিনদের মতো তারকারা খেললেও এবার ভারত সফরে থাকায় খেলার সুযোগ পাননি তারা।