বিশ্বকাপে মেন্টর হওয়া নিয়ে মুখ খুললেন মাশরাফী
ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই আড়াই মাসও। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা দেখছেন অনেকেই। এমনকি খেলোয়াড়রাও বিভিন্ন সময়ে বলেছেন, ২০২৩ বিশ্বকাপে দেশকে ভালো কিছু উপহার দেবেন তারা। এর মধ্যে সম্প্রতি তামিম ইকবালের অবসর বিতর্কে হঠাৎ করেই যেন খানিকটা তাল কেটে যায় দেশের ক্রিকেটের।
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দিয়ে ওয়ানডে অধিনায়ক তামিমকে গণভবনে ডাক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফেরেন তামিম। এরপর গুঞ্জন রটে, প্রধানমন্ত্রীর কাছে বিশ্বকাপে মাশরাফীকে মেন্টর হিসেবে চেয়েছেন তামিম। এই বিষয়ে এতদিন কথা না হলেও আজ বুধবার (২৬ জুলাই) কথা বলেছেন মাশরাফী।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যান মাশরাফী। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকরা মেন্টর প্রসঙ্গে জিজ্ঞেস করলে মাশরাফী উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘মেন্টর হয়ে কী লাভ? মেন্টরের কাজটা কী?’
মাশরাফীকে মেন্টর করা নিয়ে গণভবনে কোনো কথা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তামিমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তাদের মধ্যে কী কথা হয়েছে তা তামিম ও মাননীয় প্রধানমন্ত্রী জানেন।’
মাশরাফীকে শুধু তামিম নয়, দেশের মানুষও মেন্টর হিসেবে দেখতে চায়। সবমিলিয়ে মাশরাফীর ভাবনা কী তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো মাইন্ড সেটাপ নেই। আপনাদের প্রশ্নের উত্তরও নেই। আমি কোনো কিছু জানি না। আমার আজকে কী কাজ শুধু অতটুকু জানি।’