ধোনির প্রাইভেসি নষ্ট করে তোপের মুখে ফ্লাইট অ্যাটেনডেন্ট
ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তার কথা কারও অজানা নয়। শুধু ক্রিকেট মাঠে নয়, মাঠের বাইরেও মাহি ভক্তদের সরব উপস্থিতি টের পাওয়া যায়। তাকে একনজর দেখার জন্য ভক্তদের পাগলামির শেষ নেই। এবার মাহির অগোচরে তার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ধারণ করে ভাইরাল করায় সমালোচনার ঝড় উঠেছে এক ফ্লাইট অ্যাটেনডেন্ট কে নিয়ে।
মঙ্গলবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ধোনি প্লেনের সিটে বসে আরাম করে ঘুমাচ্ছেন। ঠিক তার পাশের আসনেই বসে মোবাইলে কিছু একটা করছেন তার স্ত্রী স্বাক্ষী। ধোনির স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে কেবিনের দেওয়ালের উল্টো পাশে দাঁড়িয়ে সুন্দরী এক ফ্লাইট অ্যাটেনডেন্ট নিজের মোবাইল ফোনের মাধ্যমে এমনভাবে ছবি তুলেছেন, যাতে ঘুমন্ত ধোনি এবং তাকে একই ফ্রেমে দেখা যায়। এককথায় ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি তোলার স্বপ্নপূরণ করছেন তিনি। সেই আনন্দেই তিনি আত্মহারা। তার মুখের চওড়া হাসিই যেন সেই কথা বলে দিচ্ছে।
ভিডিও ভাইরাল হওয়ার পরই ফুঁসে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ধোনির প্রাইভেসি নষ্ট করার অপরাধে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের শাস্তি দাবি করেছেন! প্রশ্ন তুলেছেন, একজন সেলিব্রেটি বলে কি ধোনি বিমানে নিজের সিটে বসে একটু শান্তি মতো ঘুমাতেও পারবেন না? তার ঘুমের মধ্যেই ছবি তুলে, ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিতে হবে? প্রশ্নগুলো অমূলক নয়।
এর আগে গত মাসে এক ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে অত্যন্ত মিষ্টি করে কথা বলতে দেখা গিয়েছিল ধোনিকে। তার দেওয়া চকোলেটও গ্রহণ করেছিলেন ধোনি। ভক্তের সঙ্গে ধোনির এমন মধুর আচরণ মুগ্ধ করেছিল অনুরাগীদের। আর সেই কারণেই তার অজান্তে এবার ওই ফ্লাইট অ্যাটেনডেন্ট যা করেছেন, তা কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা।