অধিনায়ক ইস্যুতে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রায় আড়াই ঘণ্টার জরুরি সভা ডেকেও নতুন অধিনায়কের নাম জানাতে পারেনি বিসিবি। অধিনায়ক নির্বাচনের জন্য আরও দুই-তিন দিন সময় চেয়েছে বোর্ড। এরপরই জানা যাবে কে হচ্ছেন নতুন অধিনায়ক। এবার অধিনায়ক ইস্যুতে নিজের ভাবনা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর জন্য নেওয়া হয় সচিবালয়ের ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর অধিনায়ক প্রসঙ্গে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এই অধিনায়কত্ব ইস্যু নিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি কথা বলেছেন। তার সঙ্গে সকালে আমারও কথা হয়েছে। তিনি বলেছেন, পুরো বিষয়টি তিনি দেখছেন। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন।’
যোগ্য অধিনায়ক হিসেবে কাউকে দেখছেন, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপকে সামনে রেখে যোগ্য কাউকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। যাকেই অধিনায়ক করা হোক না কেন, তিনিই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন।’
এর আগে এই ইস্যুতে মঙ্গলবার বিসিবির জরুরি সভা শেষে কথা বলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। আরও দুই থেকে তিন দিন সময় চেয়ে তিনি বলেন, ‘আমাদের যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে, তাদের মধ্য থেকেই আমরা কাউকে নির্বাচন করব। আর এই দায়িত্বটা বোর্ড সভাপতি নিজে নিয়েছেন। সবার সঙ্গে কথা বলেই তিনি চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের জানাবেন। এরপর আমরা আপনাদের (গণমাধ্যম) জানাব। আমরা আরও দুই থেকে তিন দিন সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। কিছু আলোচনার জায়গা আছে, সেগুলো শেষ করেই সিদ্ধান্ত জানানো হবে।’