দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, চাঁদপুরের সব উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে। এ ছাড়া দেশের সব স্টেডিয়াম সংস্থার করে খেলার উপযোগী করা হবে। ঢাকার পাশে চাঁদপুরসহ কয়েকটি জেলা আন্তর্জাতিক মানের করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে খেলোয়াড়রা ঢাকা থেকে খেলে আবার ঢাকায় ফিরে যেতে পারেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিন রহুল, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপসচিব ড. আবুল হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস।
নাওরি আদর্শ উচ্চ বিদ্যালয় ও ছেঙ্গারচর সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৩৭ রানের লক্ষ্যে ৪ ইউকেটে ১৩ ওভারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছেঙ্গারচর সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়। বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ৪৭টি স্কুল এবং ১০টি মাদ্রাসা অংশ নেয়।