টেস্ট থেকে অবসর নিলেন লঙ্কান ক্রিকেটার হাসারাঙা
মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা। সীমিত ওভারের ক্রিকেটে আরও মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) চিঠি দিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্ত গ্রহণ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এসএলসি।
২০১৭ সালে অভিষেকের পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার নিয়মিত মুখ হাসারাঙা। রঙিন পোশাকে বেশ ধারাবাহিক তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে মূল পর্বে তোলার পেছনে বড় অবদান রেখেছেন হাসারাঙা। সে অনুপাতে টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। চারটি টেস্ট ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে পেয়েছেন মাত্র চার উইকেট, ব্যাট হাতে করেছেন ১৯৬ রান। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট দলের বাইরে হাসারাঙা।
যেখানে, ওয়ানডেতে ৪৮ ম্যাচ খেলে ৬৭ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৮৩২ রান। টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৫৮ ম্যাচে। উইকেট পেয়েছেন ৯১টি, করেছেন ৫৩৩ রান। সব মিলিয়ে তার এই সিদ্ধান্ত।
হাসারাঙার অবসর প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা তার সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছি। আশা করি, সামনের দিনগুলোতে সে সাদা বলে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সবসময়ের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্পোর্টস ডেস্ক