শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে শ্রীলঙ্কা আর পাকিস্তান। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলেরই। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
দুই দলের জন্যই এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ দুই দলের জন্যই। ইতোমধ্যেই দুই দলই একটি করে ম্যাচ খেলে হেরেছে। তাই ফাইনালের শেষ পর্যন্ত ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের সামনেই।
পরিসংখ্যানে এগিয়ে থেকেই আজ মাঠে নামছে পাকিস্তান। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে পাকিস্তানের জয় ১৩টি। আর শ্রীলংকা জিতেছে ১০টি ম্যাচে। তবে সর্বশেষ এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল, দুইবারই জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে ৫ উইকেটে এবং ফাইনালে ২৩ রানে জিতেছিল লঙ্কানরা।