ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি
যুক্তরাষ্ট্রে মাঠে নেমেছেন মেসি, কিন্তু গোল করতে পারেনি তার দল, এমনটি আগে হয়নি। রীতিমতো উড়তে থাকা ইন্টার মায়ামি থামল অবশেষে। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির দল।
ঘরের মাঠ ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামে মায়ামি। শুরু থেকে নিজেদের আধিপত্য বজায় রেখে সহজাত আক্রমণ চালায় তারা। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধ ভাঙতে পারেনি। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোলবিহীন থেকেই বিরতিতে যেতে হয় মায়ামিকে।
বিরতি থেকে ফিরে নিজেদের আক্রমণ বজায় রাখে মায়ামি। পাসনির্ভর ফুটবলে একটু একটু করে ওপরে উঠলেও শেষ পর্যন্ত ন্যাশভিলের জালে বল পাঠানোর আনন্দে মাততে পারেননি মেসিরা। ম্যাচে ন্যাশভিলের গোলমুখে ১৩টি আক্রমণ ও চারটি অন টার্গেট শট নিলেও তাই শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
মেসির ছোঁয়ায় হারতে ভুল যাওয়া মায়ামি লিগস কাপ, ইউএস ওপেন কাপে দুর্দান্ত করলেও মেজর লিগে তলানির দিকে তাদের অবস্থান। যেখানে ন্যাশভিল যথেষ্ট এগিয়ে আছে।
এর আগে গত ২৭ আগস্ট রেড বুলস অ্যারেনাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএসে অভিষেক ঘটে মেসির। রেড বুলসকে ২-০ গোলে হারানো ম্যাচে একটি গোল করেছিলেন আর্জেন্টাইন এই তারকা।