ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হৃদয়ের স্বপ্নপূরণ
খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হৃদয়।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ভর্তির বিষয়টি নিশ্চিত করেন হৃদয়। হৃদয় ছাড়া আরও ৪৮ জন খেলোয়াড় ভর্তির জন্য আবেদন করেছেন।
স্ট্যাটাসে হৃদয় লেখেন, ‘আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার জীবনের আরও একটি স্বপ্ন পূরণ হলো। ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট থাকলেও আমার মায়ের স্বপ্ন ছিল আমি দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল কার্যক্রম সফলভাবে শেষ করে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে আল্লাহর রহমতে সফল হয়েছি। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ।‘
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে গত জুলাইয়ে নতুন নীতিমালায় খেলোয়াড় কোটায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হৃদয়ের পাশাপাশি নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার, জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাসহ আরও অনেকে নতুন নীতিমালার আওতায় ভর্তি পরীক্ষা ছাড়াই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।