ভোরে মাঠে নামছে মেসির মায়ামি
লিওনেল মেসি যাওয়ার পর আমূল বদলে গেছে ইন্টার মায়ামি। কিন্তু, মেসির অনুপস্থিতিতে যেন সেই পুরোনো মায়ামিকে দেখা গেছে। মেসিকে ছাড়া সর্বশেষ ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে বড় হারের লজ্জা পেয়েছে তারা। আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আবারও মাঠে নামবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটি। প্রতিপক্ষ টরোন্টো। ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
মেজর লিগে পূর্ব অঞ্চলের ১৫ দলের মধ্যে সবার শেষে অবস্থান টরোন্টোর। মায়ামির অবস্থানও তলানিতেই। ১৪ নম্বরে আছে তারা। যদিও মেসি গিয়ে বদলে দিয়েছে মায়ামির চেহারা। মেসির ছোঁয়ায় ডেভিড বেকহামের ক্লাবটি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য।
কালকের ম্যাচে মেসি খেলবেন কি-না সেটি এখনও নিশ্চিত নয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে অস্বস্তিবোধ করেন মেসি। পেশিতে হালকা চোট অনুভব করায় তাকে খেলা শেষ হওয়ার আগেই মাঠ থেকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পরের ম্যাচে দলের সঙ্গে বলিভিয়া গেলেও মাঠে নামেননি ক্ষুদে জাদুকর। একই কারণে ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচে তাকে মাঠে নামাননি মায়ামি কোচ টাটা মার্টিনো।
তবে চোট কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরেছেন মেসি। অনুশীলনে তাকে সতেজ ও সাবলীল লেগেছে। এ প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘আমাদের কোনো তাড়া নেই। যদি তিনি ভালো থাকে এবং আত্মবিশ্বাসী থাকে, তাহলে তিনি টরোন্টোর বিপক্ষে খেলবেন। যদি তা না হয়, আমরা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করব।’