রুটের ভুলে পিচে লুটিয়ে পড়লেন মুস্তাফিজ
ম্যাচের বয়স তখন ২২ ওভার। বল করতে এলেন মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকিং এন্ডে ইংরেজ ব্যাটার জো রুট। মাত্র এক উইকেট হারিয়ে ১৪০ রান করা ইংরেজরা বেশ আয়েশি ঢংয়ে খেলছিলেন। ২৩ তম ওভারের প্রথম বলটা করতে মুস্তাফিজ টাচলাইনে চলে এলেন। বলটা ডেলিভার করতে যাবেন, এমন সময় উইকেট থেকে সরে দাঁড়ান রুট। হাত দিয়ে ইশারা করেন বল না করতে।
ব্যাটার এমন কিছু করতেই পারে। অসুবিধা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে বোলাররা টাচলাইনে আসার আগে ব্যাটার সংকেত দেন। সেখানে রুট দিলেন একদম শেষ মুহূর্তে। তাতেই বাংলাদেশি পেসার মুস্তাফিজ হারালেন নিয়ন্ত্রণ। বল ততক্ষণে হাত ফসকে গেছে, মুস্তাফিজ চেষ্টা করছিলেন নিজেকে সামাল দিতে। পারেননি তিনি। অনেকটা প্যাঁচ খাওয়ার মতো একাধিক গড়াগড়ি দিয়ে লুটিয়ে পড়লেন পিচে।
সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ছুটে আসেন মাঠে। প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজ আবারও বোলিং করতে আসেন। বল করলেও প্রথম বলটি করার পর স্পষ্ট বোঝো যাচ্ছিল অস্বস্তিতে আছেন তিনি। পুরো ওভারটা সেভাবেই কাটিয়ে দিলেন মুস্তাফিজ।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে আগে বোলিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।