অবসরের ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ
 
চলতি আসরে বাংলাদেশের অবস্থা হতশ্রী হলেও মাহমুদউল্লাহ আছেন ছন্দে। যতবার সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। তাকে দলে না নেওয়া নিয়ে বছরজুড়েই হয়েছে আলোচনা-সমালোচনা। তিনি ছিলেন নির্বিকার। জবাবটা দিয়েছেন ব্যাট হাতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন দুর্দান্ত শতক। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলেছেন দুটি দারুণ ইনিংস। ছন্দে থাকা মাহমুদউল্লাহ এবার ইঙ্গিত দিলেন অবসরের।
এবারের বিশ্বকাপে চার ম্যাচে খেলেছেন মাহমুদউল্লাহ। ব্যাট করার সুযোগ পেয়েছেন তিন ম্যাচে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১১১ বলে ১১১, ভারতের বিপক্ষে ৩৬ বলে ৪৬ ও কিউইদের সঙ্গে ৪৯ বলে অপরাজিত ছিলেন ৪১ রানে। ৯৯ গড় ও ১০১.০২ স্ট্রাইক রেটে করেছেন ১৯৮ রান। এখন পর্যন্ত দলের সেরা পারফর্মারও তিনিই।
আজ শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আইসিসির সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহ। সেখানেই আলাপকালে অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে, নির্দিষ্ট করে বলেননি কবে অবসর নেবেন। যদিও, এটিই নিজের শেষ বিশ্বকাপ বলে জানালেন তিনি।
আইসিসিকে মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি বলতে আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। আমার শরীর ও ফর্মের ওপর নির্ভর করবে, আর কতদিন দেশের জন্য খেলতে পারব। শিগগিরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হবে। তবে, যারা এখন দলে আছেন তারা খুব মেধাবী। তাসকিন, মিরাজ, লিটন, মুস্তাফিজ ওরা আগামীতে বাংলাদেশকে এগিয়ে নেবে বলে বিশ্বাস করি।’

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
