রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করতে হলে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে রান তাড়ায় রেকর্ড গড়তে হতো ভারতকে। জেমিমা রদ্রিগেজের অসাধারণ সেঞ্চুরিতে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড় সমান লক্ষ্য পার করে সেটিকেই সম্ভব করলো ভারতের মেয়েরা।
আজ রোববার (৩১ অক্টোবর) বিশ্বকাপ ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। নারী ওয়ানডে বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়নের দেখা পেতে যাচ্ছে।
গতকাল (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেয়েছে হারমানপ্রীত কৌরের দল। এদিন টসে জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান। জবাবে ৯ বল হাতে রেখেই লক্ষ্য পার করে ফেলে ভারত।
শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। এছাড়া এলিস পেরি করেন ৭৭ আর অ্যাশলি গার্ডনার যোগ করেন ৬৩ রান। ভারতের পক্ষে শ্রী চরণি ও দীপ্তি শর্মা সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।
বড় রান তাড়ায় শুরুতেই দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানাকে হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর গড়েন ১৬৭ রানের দারুণ জুটি। এতেই ম্যাচের মোড় ঘুরে যায় এবং ভারতের ভাগ্য বদলে যায়। ৮৮ বলে ৮৯ রান করে ফেরেন অধিনায়ক হারমানপ্রীত, তবে অপর প্রান্তে জেমিমা এক প্রান্ত আগলে দলকে জয়ের পথে রাখেন।
১৩৪ বলে ১৪টি চার মেরে অপরাজিত ১২৭ রান করেন জেমিমা। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। শেষ দিকে রিচা ঘোষ ২৬, দীপ্তি শর্মা ২৪ ও আমানজোত কৌর ১৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৪৮.৩ ওভারে ৩৪১ রান তুলে জয় পায় ভারত, হাতে থাকে ৯ বল।
এই জয়ের মাধ্যমে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত, আর বিদায় নিল সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী রোববার নাভি মুম্বাইয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৯.৫ ওভারে ৩৩৮ (হিলি ৫, লিচফিল্ড ১১৯, পেরি ৭৭, মুনি ২৪, সাদারল্যান্ড ৩, গার্ডনার ৬৩, ম্যাকগ্রা ১২, গার্থ ১৭, কিং ৪, মলিনিউ ০, মেগান ১*; রেনুকা ৮-০-৩৯-০, ক্রান্তি ৬-০-৫৮-১, চারণি ১০-০-৪৯-২, দীপ্তি ৯.৫-০-৭৩-২, আমানজোত ৮-০-৫১-১, রাধা ৮-০-৬৬-১)
ভারত : ৪৮.৩ ওভারে ৩৪১/৫ (শেফালি ১০, মান্ধানা ২৪, জেমিমা ১২৭*, হারমানপ্রীত ৮৯, দীপ্তি ২৪, রিচা ২৬, আমানজোত ১৫*; মেগান ৬-০-৪০-০, গার্থ ৭-০-৪৬-২, গার্ডনার ৮-০-৫৫-০, মলিনিউ ৬.৩-০-৪৪-০, সাদারল্যান্ড ১০-০-৬৯-২, অ্যালানা ৯-০-৫৮-০, ম্যাকগ্রা ২-০-১৯-০)
ফল : ভারত ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : জেমিমা রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক