বাংলাদেশের লক্ষ্য আজ হোয়াইটওয়াশ এড়ানো
 
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল টি-টোয়েন্টিতে টানা পঞ্চম সিরিজ জয়। কিন্তু সিরিজের শেষ ম্যাচের আগে সেই সমীকরণটা বদলে গেছে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে লিটন-জাকেরদের লক্ষ্য এখন ঘরের মাঠে লজ্জা এড়ানো। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ আজ শুক্রবার (৩১ অক্টোবর) মাঠে নামবে হোয়াইটওয়াশ এড়াতে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
সিরিজের প্রথম দুই ম্যাচেই বল হাতে ভালো করেও ব্যাটারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে। চট্টগ্রামের ব্যাটিং নির্ভর উইকেটে বোলাররা ভালো করলেও ব্যাটাররা ভরাডুবি ঘটিয়েছে।
দ্বিতীয় ম্যাচে নাসুম-রিশাদরা দারুণ বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে থামিয়ে দেয়। কিন্তু জবাবে ব্যাটাররা ১৩৫ রানের বেশি তুলতে পারেননি। ফলে ১৪ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে টাইগাররা।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ ডট বল। দ্বিতীয় ম্যাচে ১২০ বলের মধ্যে ৫০টিই ডট ছিল, যা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। তাই শেষ ম্যাচে লক্ষ্য—আরও ইতিবাচক ও আক্রমণাত্মক ব্যাটিং।
শেষ ম্যাচে লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি বলেন, আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে আরও ডট বল কম খেলে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা ব্যাটাররা ধারাবাহিকভাবে ক্লিক করতে পারছি না। এটার সমাধান খুঁজে বের করতে হবে।
ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু এবার পরিস্থিতি উল্টো। আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ এখন চাইছে হোয়াইটওয়াশ দিয়ে সিরিজ শেষ করতে। দলের ওপেনার আথানেজ বলেছেন, হ্যাঁ, আমরা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাই। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং শুক্রবার আমরা সেরাটা দিয়ে চেষ্টা করব। আমরা অবশ্যই এই সুযোগ লুফে নিব।
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ১১টিতে, আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে। ওয়র্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন বা নাসুম আহমেদের মধ্যে কাউকে। দলে সুযোগ পেতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
