বার্সাকে উড়িয়ে লা লিগার শীর্ষে জিরোনা
চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে জিরোনা। নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখছে। এবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে উড়িয়ে উপহার দিলো আরেকটি চমৎকার জয়। প্রথমবারের মতো বার্সাকে শুধু হারায়নি দলটি, রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট লিগ টেবিলের শীর্ষেও উঠেছে।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) দিনগত রাতে ৪-২ গোলে জিতেছে জিরোনা। স্পেনের শীর্ষ লিগে বার্সেলোনার বিপক্ষে জিরোনার প্রথম কোনো জয় এটি। আর চলতি আসরে বার্সেলোনার এটি দ্বিতীয় পরাজয়। প্রথমটিও ছিল ঘরের মাঠে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
কাল পুরো ম্যাচে বার্সেলোনা শট নিয়েছে ৩১টি, লক্ষ্যে থেকেছে ১১টি। আর জিরোনা শট নিয়েছে ১৫টি, লক্ষ্যে ৭টি। তবে বার্সা তাদের ১১টি শটের মাত্র ২টিই গোলে পরিণত করতে পেরেছে। বিপরীতে জিরোনা জাল খুঁজে পেয়েছে ৭ শটের ৪টিতেই।
ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। লেভানদোভস্কির শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন জিরোনার গোলরক্ষক। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ১২তম মিনিটে এগিয়ে যায় জিরোনা। এরপর ম্যাচের ১৮তম মিনিটে জোয়াও কানসেলোর দারুণ ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। পরের মিনিটেই সমতায় ফেরে বার্সেলোনা। রাফিনিয়ার কর্নারে জোরাল হেডে জাল খুঁজে নেন লেভানদোভস্কি।
এরপর ম্যাচের ৩৯তম মিনিটে জিরোনার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় বার্সেলোনা। পরের মিনিটেই দ্বিতীয় দফা এগিয়ে যায় জিরোনা। বক্সে ঢুকে জোরাল শটে গোলটি করেন গুতেরেস। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জিরোনা।
ম্যাচের ৮০তম মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলে জিরোনা। ভালেরি ফের্নান্দেসকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে পারেননি জুল কুন্দে। বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গুন্দোয়ান গোল করে দারুণ কিছুর সম্ভাবনা তৈরি করলেও তাতে কাজ হয়নি। উল্টো মিনিট তিনেক পর জিরোনার দাপুটে জয় নিশ্চিত করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা স্তুয়ানি।
১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট হলো ৪১। আসরে স্রেফ একটি ম্যাচ তারা হেরেছে যাদের বিপক্ষে, সেই রেয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। সমান ৩৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে।