লা লিগার সূচি প্রকাশ, এল ক্লাসিকো কবে?
স্প্যানিশ ফুটবলের বড় আকর্ষণ এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার দ্বৈরথ দেখার জন্য পুরো মৌসুম অপেক্ষায় থাকেন ভক্তরা।
অবশ্য লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমারা ইউরোপ ছাড়ার পর পুরোনো রং হারিয়েছে এল ক্লাসিকো। তবুও স্প্যানিশ ফুটবলে যারা মেতে থাকেন তাদের আগ্রহ থাকেই এল ক্লাসিকো নিয়ে।
লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশ হয়েছে। সেই সঙ্গে জানা গেছে এল ক্লাসিকোর সময়ও। নতুন মৌসুমে আগামী ২৯ অক্টোবর মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। যা হবে বার্সেলোনার মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস মাঠে।
এরপর আগামী বছরের এপ্রিলের ২১ হবে ফিরতি লেগ। যা হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
এ ছাড়া মাদ্রিদ ডার্বি হবে ২৪ সেপ্টেম্বর। প্রথম ডার্বিতে অ্যাথলেটিকোর ঘরের মাঠে লড়বে রিয়াল। ফিরতি লেগ হবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি। সেই ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লা লিগার নতুন মৌসুমে। যার প্রথম দিন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে অ্যাথলেটিকো বিলবাওয়ের। আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লড়বে গেটাফের বিপক্ষে।