ফের রিয়ালের হার, শিরোপার আরও কাছে বার্সা
লা লিগায় চলতি মৌসুমটা ভালো যায়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগে ছন্দে থাকা রিয়াল লা লিগায় প্রত্যাশা পূরণে ব্যর্থ। এবার রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে কার্লো আনচেলত্তি শিষ্যরা। শিরোপা জেতা তো দূরে থাক এখন রানার্সআপ হওয়া নিয়েও শঙ্কা জেগেছে দলটির।
গতকাল মঙ্গলবার (২ মে) দিনগত রাতে রিয়াদ সোসিয়েদাদের ঘরের মাঠে ২-০ গোলে হারে লস ব্লাঙ্কোসরা। সোসিয়েদাদের হয়ে ১টি করে গোল করেন কুবো ও বাররেনেচেয়া।
সোসিয়েদাদের মাঠে প্রথমার্ধে তেমন জোরালো কোনো আক্রমণ করতে পারেনি রিয়াল। তবে রিয়াল না পারলেও শুরু থেকেই সামর্থ্যের প্রমাণ দিতে থাকে সোসিয়েদাদ। গতিময় ফুটবল খেলে তৈরি করে গোলের একাধিক সুযোগ। যদিও প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়।
বিরতি শেষে ফিরেই যেন রিয়ালকে চেপে ধরে সোসিয়েদাদ। ম্যাচের ৪৭তম মিনিটে এডার মিলিতাওয়ের ভুলে এগিয়ে যায় সোসিয়েদাদ। বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে কুবোর কাছে দিয়ে দেন মিলিতাও। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কুবো। বল জালে জড়ালে ১-০ গোলে লিড নেয় সোসিয়েদাদ।
এরপর ম্যাচের ৫৫তম মিনিটে গোলের ভালো সুযোগ পায় রিয়াল। তবে মার্কে অ্যাসেনসিওর শট ঠেকিয়ে দেয় প্রতিপক্ষের গোলরক্ষক। এরপর ম্যাচের বাকি সময়ে তেমন কোনো সংঘবদ্ধ আক্রমণ করতে না পারায় আর গোলের মুখ দেখা হয়নি রিয়ালের।
ম্যাচের শেষদিকে ব্যবধান ২-০ করে সোসিয়েদাদ। ম্যাচের ৮৪তম মিনিটে কর্নার এরিয়া থেকে বল পেয়ে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ায় বাররেনেচেয়া। তার গোলেই জয় নিশ্চিত হয় সোসিয়েদাদের।
রিয়াল হারলেও জয় পেয়েছে বার্সেলোনা। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা থেকে হাতছোঁয়া দুরত্বে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ২৬ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে বার্সা। অন্যদিকে, ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। আর এক ম্যাচ হারলে বিপদ আরও বাড়বে রিয়ালের। কারণ ঘাড়ের কাছে নিশ্বাস ফেলা অ্যাথলেটিকো মাদ্রিদ যে ৬৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আর এক ম্যাচে রিয়াল হারলে রানার্সআপ হওয়ার সুযোগ থাকছে অ্যাথলেটিকোর।