শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পাশাপাশি দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিল দেশটির সরকার। সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এবার আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রচেষ্টায় বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করল লঙ্কান সরকার।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে ফার্নান্দো লিখেছেন, ‘আমাদের ওপর আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’
এর আগে ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। সহসাই লঙ্কানরা সদস্যপদ ফিরে পাচ্ছে না বলেই সেখান থেকে আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় তারা আইসিসির অনুদানের ২.৪ মিলিয়ন ইউএস ডলার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। এই অর্থ এ টুর্নামেন্টের জন্য ভেন্যুর উন্নয়নে ব্যয় করার কথা ছিল। এদিকে আইসিসির নিষেধাজ্ঞা থাকলেও নিজেদের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে এসএলসি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বোর্ডের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হলেও আইসিসি নিষেধাজ্ঞা তুলে নেবে কিনা সেটি এখন পর্যন্ত বলেনি তারা।