শীর্ষে থেকেই বছর শেষ করল আর্জেন্টিনা
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলটি গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে রয়েছে সবার ওপরে। চলতি বছরের এপ্রিলে ব্রাজিলকে সরিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে আলবিসেলেস্তেরা। এরপর থেকে আর অবনমন ঘটেনি তাদের। বর্তমানে ১৮৫৫ দশমিক ২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন মেসিরা।
র্যাঙ্কিং তালিকার দুইয়ে আছে ফ্রান্স। তাদের রেটিং পয়েন্ট ১৮৪৫ দশমিক ৪৪। অবস্থার নড়চড় হয়নি ফরাসিদেরও। ইংল্যান্ড ও বেলজিয়াম আছে য়থাক্রমে তিন ও চার নম্বরে। ব্রাজিলের অবস্থান তালিকার পঞ্চম স্থানে। সেলেসাওদের রেটিং পয়েন্ট ১৭৮৪ দশমিক শূন্য নয়। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে সাত নম্বরে। সেলেকসাওদের রেটিং পয়েন্ট ১৭৪৫ দশমিক শূন্য ছয়।
চলতি বছর ফুটবলে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ দল। র্যাঙ্কিং ও রেটিং, দুটিতেই উন্নতি ঘটেছে লাল-সবুজের প্রতিনিধিদের। হাভিয়ের কাবরেরার শিষ্যরা বছর শেষ করছে ১৮৩ নম্বরে থেকে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১৬ দশমিক ৭৫।
গত অক্টোবরে ১৮৯ থেকে এগিয়ে বাংলাদেশ আসে ১৮৩ নম্বরে। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে অবস্থানে নড়চড় না হলেও বেড়েছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। এরপর গত ১ ডিসেম্বর হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১২ দশমিক শূন্য ছয় থেকে বেড়ে ৯১৬ দশমিক ৭৫ হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে নিজেদের চেয়ে এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ড্র করে জামাল-মোরসালিনরা। এরই স্বীকৃতিস্বরূপ বৃদ্ধি পায় চার দশমিক ৬৯ পয়েন্ট।