বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ঢেলে সাজাতে চান যুব ও ক্রীড়ামন্ত্রী
নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকে চোখ রাখছেন বিভিন্ন দিকে। ক্রীড়াঙ্গনের খোঁজখবর নিচ্ছেন, নানা অসঙ্গতি নিয়ে কথা বলছেন। নিজ মন্ত্রণালয়ে গতকাল রোববার (২১ জানুয়ারি) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা করেন পাপন।
সভায় উঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা। বাংলাদেশের অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ এই স্টেডিয়ামটির সংস্কার প্রয়োজন। সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংস্কার কাজ শুরু করলেও শেষ করতে পারেননি গত পাঁচ বছরে। এমনকি স্পেন চেয়েছিল স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করে দিতে।
এসব বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘আমি যতটুক জানি, বঙ্গবন্ধু স্টেডিয়ামটি স্পেনের সংস্কার করে দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীও আমাকেও এটি নিয়ে বলেছেন। সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছিলাম, না হওয়ার কারণ কী। উনারা কিছু বলেননি। আমি নিজে গিয়ে মাঠের অবস্থা দেখতে চাই। এটি এত পুরোনো হয়ে গেছে, সংস্কার করলে হবে না। আমাদের দরকার নতুন স্টেডিয়াম।’
এ ছাড়া, শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অন্যান্য স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, যে সকল স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে। এ বিষয়ে লিখিতভাবে গাইডলাইন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।