এমবাপ্পেকে ছাড়াই লিগ শেষ করছে পিএসজি
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কটা ভালো যাচ্ছে না। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন এমবাপ্পে। দিন কয়েক আগে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে মনোমালিন্য ঘটে এমবাপ্পের। এই অবস্থায় মৌসুমের শেষ লিগ ম্যাচে ফরাসি তারকাকে ছাড়াই মাঠে নামছে পিএসজি।
গোল ডটকমে প্রকাশিত আজকের (১৯ মে) প্রতিবেদন অনুসারে, পিএসজির ঘোষিত শেষ লিগ ম্যাচের স্কোয়াডে নেই এমবাপ্পে। মেসের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়নি তাকে। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। চলতি মৌসুমে এর আগেও একাধিকবার এই তারকাকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। শেষ বেলায় যেন আরেকবার দুই পক্ষই বোঝাতে চাচ্ছে, ছিন্ন হয়েছে বন্ধন।
সম্প্রতি এক ভিডিওবার্তার মাধ্যমে প্যারিস অধ্যায়ের ইতি টানেন এমবাপ্পে। সেই ভিডিওবার্তায় অনেককেই ধন্যবাদ জানান বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাবের কোচ, স্টাফ, কর্মকর্তাদের স্মরণ করেন। কিন্তু, বিদায়ী বার্তায় ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম নেননি। যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন খেলাইফি।
তবে পরবর্তী গন্তব্য কোথায়, তা পরিষ্কার করেননি এমবাপ্পে। যদিও, অনেকটাই নিশ্চিত, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যাবেন এমবাপ্পে। তর্কাতীতভাবে পিএসজির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে। এতটাই যে, লিওনেল মেসি ও নেইমার থাকার পরও এমবাপ্পেই ছিলেন দলের মূল তারকা। তেমন একজনের চলে যাওয়া মানে বিশাল শূন্যস্থান তৈরি হওয়া। গত সাত মৌসুম ধরে দলটির মূল তারকা তো তিনিই।
এমবাপ্পে পিএসজির হয়ে গত সাত মৌসুমে যা করেছেন, ক্লাবটির ইতিহাসে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৩০৯ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ২৬০টি, অ্যাসিস্ট ৮৫টি। ছয়টি লিগ শিরোপার পাশাপাশি তিনটি কোপা দে ফ্রান্সের শিরোপা জিতিয়েছেন ফরাসি জায়ান্টদের।