মুস্তাফিজ কী শ্রীলঙ্কায় খেলতে পারবেন?
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে নিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। আগামী মৌসুমে এলপিএলে দলটির হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। আইকন ক্রিকেটার হিসেবে তাকে নিয়েছিল এলপিএলের নতুন দলটি। তবে, মুস্তাফিজের খেলা এখন পড়েছে অনিশ্চয়তার মুখে।
ফিক্সিংয়ের অভিযোগে আজ বুধবার (২২ মে) গ্রেপ্তার হন ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান। এবার ডাম্বুলার মালিকানা কিনে নেয় বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস। প্রতিষ্ঠানটির মালিক তামিমকে কলম্বো বিমানবন্দর থেকে আজ গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। এমনটিই জানিয়েছে এএফপি।
শ্রীলঙ্কান আইন অনুযায়ী ফিক্সিং প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি ১০ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তামিমের। ইতোমধ্যে এলপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে দলটিকে। ৩১ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে তামিমকে।
এক বিবৃতিতে এলপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট ও প্রিমিয়ার লিগের মান ঠিক রাখতে ক্লাবটিকে নিষিদ্ধ করা হয়েছে। যাতে ভবিষ্যতে এ ধরণের কাজ কেউ না করে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে মুস্তাফিজের খেলা। ডাম্বুলা থান্ডার্সকে ছাড়াই এলপিএল আয়োজিত হবে না কি তাদের ফেরানো হবে সেই বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই।